নওগাঁ জেলা প্রতিনিধি, : রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কতৃক ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ এবং মশাল মিছিল করেছে ছাত্র-জনতা।
শনিবার (১২ জুলাই) রাত ৮ টার দিকে শহরের মুক্তির মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধাণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও মুক্তির মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারা’ চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘একশন টু একশন’, ‘ডাইরেক্ট একশন’ ‘যুবদলের চামড়া খুলে নিবো আমরা’ ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’ আমার ভাই মরলো কেন, তারেক জিয়া জবাব দে’সহ স্বমসরে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা, দ্রুত সোহাগ হত্যার বিচার, সারাদেশে চাঁদাবাজি বন্ধ এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, তানজিম বিন বারী, জাহানে মোতায়েম যুক্তসহ অন্যরা বক্তব্য রাখেন।
কিউটিভি/আয়শা//১২ জুলাই ২০২৫,/রাত ৯:০৮