শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে এক বিএনপি নেতাকে আওয়ামীলীগের সদস্য বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ঘটনা ঘটেছে। ফেসবুকে বিএনপি নেতাকে আওয়ামীলীগের সদস্য সাজিয়ে অপপ্রচার করায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ নামে ওই বিএনপি নেতা শনিবার (১২ জুলাই) দুপুরে উলিপুর প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগ করে বলেন, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ছাত্রদল-যুবদল করে আমি বিএনপির রাজনীতিতে সক্রিয় হই। পরবর্তীতে উপজেলা বিএনপির সহ-শ্রমিক কল্যান বিষয় সম্পাদক ও সম্প্রতি বিলুপ্ত উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলাম। দীর্ঘ ৩০ বছর থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। ফ্যাসিষ্ট আওয়ামীলীগের আমলে দায়িত্বে থাকাকালীন সময়ে বহুবার প্রশাসনের হেনাস্তার শিকার হয়েছিলাম। এছাড়া স্থানীয় ভাবে বিএনপির নেতা-কর্মীদের আপদে বিপদে তাদের পাশে দাঁড়াতে গিয়ে ইউনিয়নের আওয়ামীলীগের নেতাদের হাতে একাধিকবার লাঞ্চিত হয়েছি। তবুও শহীদ জিয়ার আদর্শের একজন কর্মী হয়ে আমি রাজপথে ছিলাম।
২০১৮ সালের রাতের ভোটের সময় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে বহুবার আওয়ামীলীগের গুন্ডা বাহিনীর আক্রমনের শিকার হয়েছিলাম। প্রচারনা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানীতে বহু রাত কাটিয়েছি অন্যর বাড়িতে। এমনকি ২০২৪ সালের আমি-ডামি নির্বাচনে স্থানীয় বিএনপির নেতাদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে লিফলেট বিতরন করি। এরপর ছাত্র-জনতার আন্দোলনের সময় হাসিনা বিরোধী বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচীতে দলের একজন নিবেদিত কর্মী হিসাবে অংশগ্রহণ করি। পরবর্তীতে ফ্যাসিষ্ট হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যায় এবং ছাত্র-জনতাসহ বিএনপির কর্মীদের দীর্ঘদীনের পরিশ্রমের সমাপ্তি ঘটে।
তিনি আরও বলেন, এই দীর্ঘ রাজনীতির জীবনে নিঃস্বার্থ ভাবে জনসেবা করায় জনমনে আমার প্রতি জনসমর্থন ও ভালোবাসা সৃষ্টি হয়। কিন্তু অত্যান্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই রাজনীতিতে আমার দীঘ পথ চলায় অনেকের কু-নজরে আসে এবং আমার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট কল্পনা কাহিনী সাজিয়ে উঠে পরে লাগে। কিছুদিন থেকে লক্ষ্য করছি অজ্ঞাতনামা একটি কুচক্রী মহল আমাকে প্রতিহিংসার চরিতার্থে আওয়ামীলীগের দোসর ও সদস্য হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি আইডি থেকে প্রচার করছে।
এছাড়া উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সাথে আমার একটি ছবি ফটোশপ দিয়ে ইডিট করে জোড়া লাগিয়ে সেই ছবি ফেসবুকের বিভিন্ন আইডি থেকে নিয়মিত প্রচার করে আসছে। এমনকি সেই ছবির সাথে ইডিট করা একটি আওয়ামীলীগের প্রাথমিক সদস্য ফরম জুড়ে দিয়ে কিছু পোষ্টার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। ঐ কুচক্রী মহলের এ ধরনের অবান্তর ও মিথ্যা এবং ভিত্তিহীন কাজের জন্য আমার সামাজিক ও রাজনৈতিক জীবনে প্রভাব পড়ছে।
এতে করে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমার রাজনৈতিক দীর্ঘ পথ চলায় ঈশ^ার্নিত হয়ে যারা আজ এ ধরনের অপপ্রচার চালাচ্ছে তারা সমাজ ও রাষ্ট্রের শত্রু। তাদের মাধ্যমে ভবিষ্যতে আমিসহ আমার দলের যে কোন নেতা-কর্মীর ক্ষতি হতে পারে বলে তিনি আশঙ্খা প্রকাশ করেন। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার বলেন, সবুজ দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত আছে। তাকে নিয়ে একটি কু-চক্রী মহল মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। একটি মহল উলিপুরে বিএনপির ভাবমুর্তি নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিক ভাবে বিভিন্ন নেতার নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিন্দনীয়।
কিউটিভি/আয়শা//১২ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০০