স্পোর্টস ডেস্ক : শ্রীলংকায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হের গেছে বাংলাদেশ। তবে একই দিনে কুড়ি ওভারের ফরম্যাটে পারফর্ম করে আলোচনায় এসেছেন বর্তমানে জাতীয় দলে ব্রাত্য সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেছেন, ‘(দুবাই ক্যাপিটালসে সুযোগ পাওয়া) লাস্ট মিনিট কল ছিল। তাদের একজন প্লেয়ার চোটে ছিল। বদলে হিসেবে আমাকে আসতে হয়েছে। আমি দারুণ গর্বিত দুবাই ক্যাপিটালস দলের অংশ হতে পেরে।’
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাকিবের কম খেলা হয়নি। ক্যারিয়ারের বেশকিছু স্মরণীয় মুহূর্তও সেখানেই কেটেছে তার। ২০০৯ সালে তার নেতৃত্বে খেলা বাংলাদেশ দলের বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় এসেছিল এই ক্যারিবিয়ানেই।
জিএসএলে চেনা কন্ডিশনে খেলা প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘ক্যারিবিয়ানে ২০০৭ থেকে আসছি আমি। আমার সেকেন্ড হোমের মতই। আমি কন্ডিশনটা ভালোভাবে জানি, জানি কীভাবে বল করতে হবে এসব ট্র্যাকে। অ্যামাজনে খেলাও আমাকে সাহায্য করেছে অনেক। আমার জন্য ভালো ম্যাচ। দলে যেভাবে অবদান রেখেছি, দারুণ খুশি।’
সাকিব আরও বলেন, ‘(ব্যাটিং এবং বোলিং) দুটিই জরুরি। আমার উইকেটে টিকে থাকা জরুরি ছিল। কারণ অন্য প্রান্তে উইকেট যাচ্ছিল। আমরা ১৬০+ যেতে পেরেছি। গায়ানায় এমন রান করলে সবসময় ম্যাচ জেতার সুযোগ থাকবে। দারুণ শুরু। ছোট টুর্নামেন্ট। প্রথম ম্যাচ জেতা আমাদের সাহায্য করবে। আশা করি এখান থেকে সামনে এগিয়ে যেতে পারব।’
প্রসঙ্গত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সবশেষ সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে আসেননি তিনি। তার বিরুদ্ধে হত্যা মামলা এবং আর্থিক কেলেঙ্কারির বেশকিছু অভিযোগ রয়েছে।
কিউটিভি/আয়শা//১১ জুলাই ২০২৫,/বিকাল ৫:০০