স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে বাজে ব্যাটিংয়ের কারণে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশের সামনে ছিল ঘুরে দাঁড়ানোর সুযোগ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ব্যাটিং দুর্বলতাই স্পষ্ট হলো। টপ অর্ডারের মন্থর ব্যাটিংয়ে কোনোভাবে ১৫০ পার করেছে টাইগাররা। পারভেজ হোসেন ইমন দেখিয়েছেন ব্যতিক্রম, দ্রুতগতির এক ইনিংসে তিনিই হয়েছেন দলের সর্বোচ্চ স্কোরার। বৃহস্পতিবার (১০ জুলাই) পাল্লেকেলেতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান।
এরপর অনেকটা ধীরে খেলেছেন নাইম শেখ ও মেহেদী হাসান মিরাজ। প্রায় দুই বছর পর টি-টোয়েন্টিতে ফেরা নাইম শুরুতে এলবিডব্লিউ হলেও রিভিউয়ে বেঁচে যান। এরপর মিরাজের সঙ্গে গড়েন ৪৬ রানের জুটি। তবে এই জুটি গড়তে সময় নিয়েছেন প্রচুর, গতি না থাকায় চাপ বেড়েছে দলের উপর। মিরাজ করেন ২৩ বলে ২৯ রান, আউট হন থিকশানার বলে আসালাঙ্কার হাতে ক্যাচ দিয়ে।
শেষদিকে কিছুটা ঝড় তোলেন শামীম হোসেন পাটোয়ারি। ২ ছক্কায় ৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন, স্ট্রাইক রেট ২৮০। অন্যপ্রান্তে নাইম ছিলেন অপরাজিত ২৯ বলে ৩২ রানে, স্ট্রাইক রেট মাত্র ১১০-এর নিচে। শ্রীলঙ্কার হয়ে বল হাতে সফল ছিলেন থিকশানা, নিয়েছেন ২ উইকেট। একটি করে পেয়েছেন নুয়ান থুশারা, জেফ্রে ভেন্ডারসে ও দাসুন শানাকা।
কিউটিভি/আয়শা//১০ জুলাই ২০২৫,/রাত ৯:৩৩