জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/শিক্ষার্থী/প্রতিষ্ঠানের মাঝে রোপা আমন ধান বীজ,আম, নারিকেলের চারা ও জৈব সার, রাসায়নিক সার, বিতরন কার্যত্রুমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসারের কার্যালয় মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এর বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/শিক্ষার্থী/প্রতিষ্ঠানের মাঝে রোপা আমন ধান বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন সবজি ও লেবু চারা জৈব সার, আম, নিম, বেল, জাম, কাঠাল, তাল ও নারিকেলের চারা বিতরণ অনুষ্টানে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার সবুজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি সম্প্রসারন অফিসার মো. আব্দুল রহিম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, উপ-সহকারি কৃষি অফিসার আমজাদ হোসেন, উপ-সহকারি কৃষি অফিসার নুর মোহাম্মদ, উপ-সহকারি কৃষি অফিসার দেবাশীষ চাকমা, কৃষিবিদ নুর আলম সহ উপকারভোগী প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে প্রান্তিক কৃষক ও বিভিন্ন প্রতিষ্টান প্রধানদের কাছে ধানবীজ,আমের চারা,নারিকেলের চারা, জৈবসার,রাসায়নিক সার তুলেদেন প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
কিউটিভি/আয়শা//০১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫