আন্তর্জাতিক ডেস্ক : গত মঙ্গলবার (২৪ জুন) ইসরাইল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্যদিয়ে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের আপাত অবসান হয়। তবে ইরান জানিয়েছে, যুদ্ধবিরতি হলেও দেশের ভেতরে ইসরাইলি গুপ্তচরদের তৎপরতা বেড়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও দেশের অভ্যন্তরে ইসরাইলি তৎপরতা অব্যাহত রয়েছে। ইসরাইলি গুপ্তচররা ইরানিদের ‘গণহারে ফোন করছে’। তাদের লক্ষ্য টেলিফোন গুপ্তচরবৃত্তি এবং জাতীয় তথ্য সংগ্রহ। এমন পরিস্থিতিতে মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে বলেছে, ইরানিদের জাতীয় ঐক্য এবং সংহতিবিরোধী কাজ করতে উস্কে দেয়ার জন্য ভুয়া খবর ছড়িয়ে দেয়া হচ্ছে।
ইসরাইলি গুপ্তচরবৃত্তি রোধে ইরানি কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। পাশাপাশি ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে শত শত ব্যক্তিকে গ্রেফতার করছে। এমন পরিস্থিতিতে দেশটির সংসদ ও বিচার বিভাগ জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে বিবেচিত যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে আরও গুরুতর শাস্তি কার্যকর করার প্রচেষ্টা এগিয়ে নিচ্ছে।
ইরানের সংসদ গত সোমবার একটি পরিকল্পনা অনুমোদন করে যার লক্ষ্য ‘গুপ্তচরবৃত্তি ও ইহুদিবাদী শাসনব্যবস্থা [ইসরাইল] এবং জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে শত্রু দেশগুলোর সাথে সহযোগীদের জন্য শাস্তি তীব্রতর করা’। ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত কয়েকদিনে সাত শতাধিক গ্রেফতার এবং তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
কিউটিভি/আয়শা//২৬ জুন ২০২৫, /দুপুর ১:১৮