স্পোর্টস ডেস্ক : অভিষেকের পর থেকে স্মিথ ও লাবুশেন যে ম্যাচ মিস করেননি, মোটেই তা নয়। তবে সংখ্যাটা খুবই কম। আজ যেমন এই দুজনকে ছাড়া অস্ট্রেলিয়া ব্রিজটাউনে খেলতে নামল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে তাদের কাউকেই দলে রাখা হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেন করতে নেমে লাবুশেন দুই ইনিংসে যথাক্রমে ১৭ ও ২২ রান করেছিলেন। শুধু ফাইনাল নয়, তার ব্যাটে নিয়মিত বড় রান নেই দীর্ঘদিন ধরেই। গত এক বছরে তিনটি ফিফটি করলেও সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন প্রায় দুই বছর আগে।
স্মিথ নেই চোটের কারণে। ফাইনালে টেম্বা বাভুমার ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। তার সম্পর্কে দল ঘোষণার সময় নির্বাচক জর্জ বেইলি বলেছিলেন, ‘স্মিথের আরও বিশ্রাম প্রয়োজন। আমরা তাকে আরও এক সপ্তাহ দিচ্ছি। এরপর সিদ্ধান্ত নেব।’
কিউটিভি/আয়শা//২৫ জুন ২০২৫, /রাত ১১:৫৫