শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়ায় ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় নেত্রকোণার আটপাড়া উপজেলার আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫জুন) সকালের দিকে আটপাড়া উপজেলা অডিটরিয়ামে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহ বিভাগীয় কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, ময়মনসিংহ বিভাগের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ সালাহ উদ্দিন কায়সার, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক তুহিন, উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী প্রমুখ।
কিউটিভি/আয়শা//২৫ জুন ২০২৫, /বিকাল ৫:৪০