বিনোদন ডেস্ক : আজ বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জামিনের খবর পেয়ে নোবেলকে তার নবাগত স্ত্রী প্রিয়া নিতে আসেন। পরে কারামুক্তির পর তারা একসঙ্গে মোটরসাইকেলে কারা চত্বরে কিছুক্ষণ ঘুরে বেড়ান।
এ সময় উভয়কে হাসিখুশি দেখা যায়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম বলেন, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ সকাল সাড়ে ৯টার দিকে নোবেলকে মুক্তি দেয়া হয়েছে।
এদিকে নোবেল এর আগে বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে। অর্থাৎ নোবেলের প্রথম স্ত্রী তিনি। নোবেলকে নিয়ে এমন আলোচনার আবহে বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন সালসাবিল; সেখানে নোবেলকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে বলে মনে করছেন অনুমান নেটিজেনদের।
সেই পোস্টে সালসাবিল লেখেন, ‘এক ব্যাক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাই এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে — খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!’
উল্লেখ্য, নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। সে দিক থেকেই অনুমান, নোবেলকে নিয়েই পোস্টটি লিখেছেন সালসাবিল। সালসাবিল বর্তমানে দেশের বাইরে রয়েছেন। নোবেলের সঙ্গে এখনও তার বিচ্ছেদ হয়নি বলেই জানা গেছে।
কিউটিভি/আয়শা//২৫ জুন ২০২৫, /বিকাল ৫:৪০