ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফে ১টি বিদেশি পিস্তল ও ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদকপাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
আটকরা হলেন- হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার শফি উল্লাহর ছেলে মো. মিজানুর রহমান (২০) এবং দমদমিয়া এলাকার আইয়ুবের ছেলে মো. একরাম (২৬)। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড টেকনাফ স্টেশন। অভিযান চলাকালে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সেটি থামায়।
পরবর্তীতে মোটরসাইকেল আরোহীর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং মোটরসাইকেল চালকের দেহ তল্লাশি করে কোমর হতে ১টি বিদেশি পিস্তল, পিস্তলের ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। এ সময় দুই মাদকপাচারকারীকে আটক করা হয়।
কিউটিভি/আয়শা/২৪ জুন ২০২৫, /রাত ৮:২০