আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২৩ জুন) আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এদিকে, টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলের ইলেকট্রিক কর্পোরেশন একটি কৌশলগত অবকাঠামোগত সুবিধার কাছে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। বলেছে যে ইরানি হামলায় এলাকার বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে।
যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে দলগুলো বিভিন্ন স্থানে কাজ করছে। এই অভিযানের মধ্যে অবকাঠামো মেরামত এবং নিরাপত্তা ঝুঁকি দূর করার কাজ করা হচ্ছে বলে জানানো হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করে এই কাজ করা হচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়।
হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে সাইরেন বাজতে থাকে, ফলে নাগরিকদের দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হয়। ইসরাইলের চ্যানেল ১৩ জানায়, ইরান-ইসরাইল সংঘাত শুরুর পর থেকে এবারই ইসরাইলিরা সবচেয়ে দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে কাটালেন।
কিউটিভি/আয়শা/২৩ জুন ২০২৫, /বিকাল ৪:৪৫