বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তবুও একাকী থেকে গেছেন এ অভিনেতা। সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে নিজের প্রেমজীবন নিয়ে কথা বললেন সালমান। দীর্ঘ ৩৬ বছরের অভিনয়জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছেন ভাইজান। কিন্তু ৫৯ বছর বয়সে এসেও এখনো ‘সঙ্গীহীন’ অভিনেতা।
সালমানের প্রেমিকা, ভাগ্য ভালো বলে অনুষ্ঠানে দাবি করেন সঞ্চালক কপিল শর্মা। এ কথা শুনে সঙ্গে সঙ্গে সালমান বলেন, এটা ভুল কথা। হিসাব করলেই দেখা যাবে ৫৯ বছরের জীবনে আমার মাত্র তিন থেকে চারজন প্রেমিকা হয়েছে। কোনো সম্পর্ক সাত-আট বছর টিকেছে। কোনোটা আবার ১২ বছর পর্যন্ত টিকেছে। তিনি বলেন, এ যুগের ছেলেমেয়েদের তুলনায় এই সংখ্যা খুবই কম। আজকাল তো ছেলেমেয়েরা একটার পর একটা সম্পর্কে যায়। ওদের তুলনায় আমি নেহাতই পুরোনোপন্থি।
এ সময় মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের প্রেম নিয়েও খোঁচা দেন ভাইজান। অনুষ্ঠানে কপিল প্রশ্ন করেন, আমির ভাই কিছু দিন আগেই প্রেমিকার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি থামছেন না। আর আপনি কিছুই করছেন না। এর উত্তরে সালমান বলেন, আমিরের বিষয়টাই আলাদা। ও তো পারফেকশনিস্ট। তাই যতক্ষণ না বিয়ে বিষয়টাকে ও ‘পারফেক্ট’ করে তুলতে পারছে, ততক্ষণ চলতে থাকবে।
কিউটিভি/আয়শা/২৩ জুন ২০২৫, /বিকাল ৪:৪০