আন্তর্জাতিক ডেস্ক : এর মধ্যেই ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইয়াজদ প্রদেশের কিছু স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। ইরানের ইয়াজদের আল-গাদির ইসলামিক বিপ্লবী গার্ড কোর ইউনিটের এক বিবৃতির বরাত দিয়ে মেহের নিউজ তাদের টেলিগ্রামে জানিয়েছে, প্রদেশের দুটি সামরিক এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল।
কিউটিভি/আয়শা/২২ জুন ২০২৫, /রাত ৮:৩৩