স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। ২০২৭ সালের বিশ্বকাপের আগে বাংলাদেশের হাতে সময় আছে আর দুই বছরের মতো। ঠিক এই সময় এসে আবারও অধিনায়ক বদলাল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ হয়েছেন দলের নতুন অধিনায়ক। তার মেয়াদ অবশ্য বিশ্বকাপ পর্যন্ত নয়। তার আগেই শেষ হয়ে যেতে পারে তার মেয়াদ।
আপাতত তাকে ১ বছরের জন্য অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনি স্থলাভিষিক্ত হয়েছেন নাজমুল হোসেন শান্তর জায়গায়। তবে দায়িত্ব নিয়েই কী করতে চান, তা জানিয়ে দিয়েছেন মিরাজ। জানালেন এক বছরের মধ্যেই সব কিছু সেট করতে হবে তাকে। দায়িত্ব পাওয়ার পরদিনই আজ শুক্রবার সংবাদ সম্মেলনে এসেছিলেন মিরাজ। সেখানেই জানালেন এসব কথা।
শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ দিয়ে অধিনায়ক মিরাজের যাত্রা শুরু হতে চলেছে। তিনি জানালেন, এক বছরের ভেতরই সব গোছাতে চান। তিনি বলেন, ‘ক্যাপ্টেন ম্যাটার করে না। আমাদের টিম হয়ে খেলাটা ইম্পরর্ট্যান্ট। আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা দাঁড় করানোর। ১ বছরের ভেতর সবকিছু সেট করতে হবে।’অধিনায়ক হিসেবে মিরাজের অভিজ্ঞতা আছে অনেক। ২০১৬ সালে তার নেতৃত্বে বাংলাদেশ খেলেছিল অ-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে। এরপর জাতীয় দলেও নানান সময়ে মূল অধিনায়কের অনুপস্থিতিতে ৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
সে কারণেই দলের শক্তি-সামর্থ্য নিয়ে দারুণ আশাবাদী মিরাজ। তার অভিমত, দলে প্রতিভার ঘাটতি নেই একটুও। তিনি বলেন, ‘আমি এই দলের ওপর পূর্ণ বিশ্বাস রাখি। আমাদের দলে প্রতিভার কোনো ঘাটতি নেই। আমরা সাহসী ক্রিকেট খেলতে চাই, আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই। ইনশাআল্লাহ, আমরা দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
মিরাজ নেতৃত্ব পাওয়ার ফলে বাংলাদেশ আবারও হাঁটল তিন অধিনায়কের ফর্মুলায়। বাংলাদেশের তিন ফরম্যাটে তিন অধিনায়ক এখন। টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মিরাজ ও টি-টোয়েন্টিতে লিটন দাস। এর আগেও এমন কিছু বাংলাদেশের ক্রিকেট দেখেছে। ২০১৯ বিশ্বকাপের পর তামিম ইকবালকে ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়। টেস্টে মুমিনুল হক আর টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
কিউটিভি/আয়শা/১৩ জুন ২০২৫, /দুপুর ২:৩৪