আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের জোঙ্গুলদাক উপকূলে সমুদ্রযাত্রা শুরু করার কয়েক মিনিটের মধ্যেই ডুবে গেল প্রায় ১ মিলিয়ন ডলার মূল্যের একটি বিলাসবহুল ইয়ট। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ‘ডলসে ভেন্টো’ নামের ২৪ মিটার দীর্ঘ ইয়টটি ডুবে যাওয়ার ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে ধরা পড়ে। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ইয়টটি হঠাৎ একপাশে কাত হয়ে পানিতে তলিয়ে যায়।
ইয়টে তখন চারজন ছিলেন—মালিক, ক্যাপ্টেন ও দুজন ক্রু সদস্য। ইয়ট ডোবার সময় তারা সবাই দ্রুত পানিতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠে আসেন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই কোস্টগার্ড ও চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ইয়টটি কেন ডুবে গেল তার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে কিছু গণমাধ্যম জানিয়েছে, এটি সম্ভবত স্থিতিশীলতার সমস্যার কারণে ডুবে থাকতে পারে। ঘটনাটির তদন্ত ও ধ্বংসাবশেষের প্রযুক্তিগত পরীক্ষা চালানো হবে বলে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইয়টটি নির্মিত হয়েছিল মেড ইলমাজ শিপইয়ার্ডে। ২০২৪ সালে নির্মাণ কাজ শুরু হয়ে সম্পন্ন হওয়ার পর ইস্তানবুল থেকে মালিকের কাছে হস্তান্তর করা হয়। ১৬০ জিটি মোটর ইয়টটির ইস্পাতের হুল ও অ্যালুমিনিয়ামের সুপারস্ট্রাকচার ছিল।
তথ্যসূত্র: এনডিটিভি।
আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১:২৮