লাইফ ষ্টাইল ডেক্স : রাতে বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করছেন, কিন্তু ঘুম আসছে না? ক্লান্তি থাকার পরও মাথা যেন থামতেই চায় না? ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, আর আপনি শুধু ঘুমানোর চেষ্টা করেই যাচ্ছেন?
ঘুম না আসার এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। মাঝেমধ্যে হলে চিন্তার কিছু নেই, তবে যদি এটা রোজকার সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে সেটি শরীর ও মনের ওপর প্রভাব ফেলে।
ভাগ্য ভালো, এমন এক সহজ কৌশল আছে যেটা নিয়ম করে চর্চা করলে মাত্র দুই মিনিটেই ঘুমিয়ে পড়া সম্ভব! চলুন, জেনে নিই সেই বিখ্যাত পদ্ধতিটি, যা একসময় মার্কিন সৈন্যদের ঘুমের জন্য ব্যবহার করা হতো।
– মন ঠান্ডা রাখে
– শরীরকে শক্তি জোগায়
– হরমোন ঠিক রাখে
– ওজন কমাতেও সাহায্য করে
ভালো খবর হলো— এমন একটি সহজ কৌশল রয়েছে, যা অনুসরণ করলে মাত্র ২ মিনিটেই ঘুমিয়ে পড়া সম্ভব!
এই পদ্ধতিটি প্রথম ব্যবহার করে মার্কিন সেনাবাহিনী— যেন সৈন্যরা যে কোনো পরিস্থিতিতে দ্রুত ঘুমাতে পারে।
১৯৮১ সালে প্রকাশিত Relax and Win: Championship Performance নামের এক বইয়ে এর উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে ফিটনেস কোচ জাস্টিন অগাস্টিন এটি জনপ্রিয় করে তোলেন। তিনি জানান, এই কৌশল অনুশীলন করলে ৯৬% মানুষ মাত্র ২ মিনিটেই ঘুমিয়ে পড়ে!
১. পুরো শরীর রিল্যাক্স করুন
বিছানায় শুয়ে হাত-পা ছড়িয়ে দিন।
কপাল, চোখ, মুখ, গাল, চোয়াল— সব ঢিলে করুন।
মুখে কোনো চাপ রাখবেন না, শুধু শ্বাস-প্রশ্বাসে মন দিন।
২. কাঁধ ও বাহু শিথিল করুন
কাঁধের টেনশন একেবারে ঝেড়ে ফেলুন।
আপনার হাত, আঙুল, বাহু আলগা করে দিন।
কল্পনা করুন— গা দিয়ে একধরনের উষ্ণ প্রশান্তি নেমে আসছে।
৩. শ্বাস-প্রশ্বাস মন্থর করুন
ধীরে লম্বা করে শ্বাস নিন এবং ছাড়ুন।
এবার পেট, উরু, হাঁটু ও পা— প্রতিটা অংশ ঢিলে করে দিন।
ভাবুন যেন প্রশান্তির ঢেউ আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে।
৪. মনকে চিন্তামুক্ত করুন
জাস্টিন অগাস্টিন দুইটি শান্ত ছবি ভাবার পরামর্শ দেন:
– আপনি একটি হ্রদের মাঝে ক্যানোতে শুয়ে আছেন। চারদিকে নিস্তব্ধতা আর ওপরে নীল আকাশ।
– অথবা আপনি একদম অন্ধকার, নরম কালো মখমলের হ্যামকে আরামে শুয়ে আছেন।
যদি মন অন্যদিকে চলে যেতে চায়, বারবার নিজেকে বলুন- ভাববো না… মনে করব না…
এটি ১০ সেকেন্ডের মতো বারবার বলুন।
এই কৌশল আয়ত্তে আনতে কিছু সময় লাগে। প্রতিদিন রাতে অন্তত ৬ সপ্তাহ অনুশীলন করলে আপনি নিজেই বুঝতে পারবেন পার্থক্য।
রাতে বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করছেন, কিন্তু ঘুম আসছে না? ক্লান্তি থাকার পরও মাথা যেন থামতেই চায় না? ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, আর আপনি শুধু ঘুমানোর চেষ্টা করেই যাচ্ছেন? ঘুম না আসার এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। মাঝেমধ্যে হলে চিন্তার কিছু নেই, তবে যদি এটা রোজকার সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে সেটি শরীর ও মনের ওপর প্রভাব ফেলে।
ভাগ্য ভালো, এমন এক সহজ কৌশল আছে যেটা নিয়ম করে চর্চা করলে মাত্র দুই মিনিটেই ঘুমিয়ে পড়া সম্ভব! চলুন, জেনে নিই সেই বিখ্যাত পদ্ধতিটি, যা একসময় মার্কিন সৈন্যদের ঘুমের জন্য ব্যবহার করা হতো।
– মন ঠান্ডা রাখে
– শরীরকে শক্তি জোগায়
– হরমোন ঠিক রাখে
– ওজন কমাতেও সাহায্য করে
ভালো খবর হলো— এমন একটি সহজ কৌশল রয়েছে, যা অনুসরণ করলে মাত্র ২ মিনিটেই ঘুমিয়ে পড়া সম্ভব!
এই পদ্ধতিটি প্রথম ব্যবহার করে মার্কিন সেনাবাহিনী— যেন সৈন্যরা যে কোনো পরিস্থিতিতে দ্রুত ঘুমাতে পারে।
১৯৮১ সালে প্রকাশিত Relax and Win: Championship Performance নামের এক বইয়ে এর উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে ফিটনেস কোচ জাস্টিন অগাস্টিন এটি জনপ্রিয় করে তোলেন। তিনি জানান, এই কৌশল অনুশীলন করলে ৯৬% মানুষ মাত্র ২ মিনিটেই ঘুমিয়ে পড়ে!
১. পুরো শরীর রিল্যাক্স করুন
বিছানায় শুয়ে হাত-পা ছড়িয়ে দিন।
কপাল, চোখ, মুখ, গাল, চোয়াল— সব ঢিলে করুন।
মুখে কোনো চাপ রাখবেন না, শুধু শ্বাস-প্রশ্বাসে মন দিন।
২. কাঁধ ও বাহু শিথিল করুন
কাঁধের টেনশন একেবারে ঝেড়ে ফেলুন।
আপনার হাত, আঙুল, বাহু আলগা করে দিন।
কল্পনা করুন— গা দিয়ে একধরনের উষ্ণ প্রশান্তি নেমে আসছে।
৩. শ্বাস-প্রশ্বাস মন্থর করুন
ধীরে লম্বা করে শ্বাস নিন এবং ছাড়ুন।
এবার পেট, উরু, হাঁটু ও পা— প্রতিটা অংশ ঢিলে করে দিন।
ভাবুন যেন প্রশান্তির ঢেউ আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে।
৪. মনকে চিন্তামুক্ত করুন
জাস্টিন অগাস্টিন দুইটি শান্ত ছবি ভাবার পরামর্শ দেন:
– আপনি একটি হ্রদের মাঝে ক্যানোতে শুয়ে আছেন। চারদিকে নিস্তব্ধতা আর ওপরে নীল আকাশ।
– অথবা আপনি একদম অন্ধকার, নরম কালো মখমলের হ্যামকে আরামে শুয়ে আছেন।
যদি মন অন্যদিকে চলে যেতে চায়, বারবার নিজেকে বলুন- ভাববো না… মনে করব না…
এটি ১০ সেকেন্ডের মতো বারবার বলুন।
এই কৌশল আয়ত্তে আনতে কিছু সময় লাগে। প্রতিদিন রাতে অন্তত ৬ সপ্তাহ অনুশীলন করলে আপনি নিজেই বুঝতে পারবেন পার্থক্য।
অনলাইন নিউজ ডেক্স :
আয়শা/১৯ আগস্ট ২০২৫/বিকাল ৩:২০