ডেস্ক নিউজ : ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ রুকন এবং ফরয আমল নামাজ। ঈমানের পরই প্রত্যেকের জন্য নামাজ ফরজ করা হয়েছে। নামাজের প্রতি অবহেলা ও অলসতা প্রদর্শন মুনাফিকের আলামত বলে গণ্য করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন—
নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে বস্তুতঃ তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে দাঁড়ায়, শুধুমাত্র লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। (সুরা নিসা, আয়াত : ১৪২)
পবিত্র কোরআনের অন্যান্য আয়াতে আল্লাহ তায়াল বলেছেন, তারা নামাজে উপস্থিত হয় কেবল শৈথিল্যের সাথে, আর অর্থসাহায্য করে কেবল অনিচ্ছাকৃতভাবে। (সুরা আত-তাওবা, আয়াত : ৫৪)