ডেস্কনিউজঃ চাকুরিচ্যুতদের হামলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এইচআর হেডসহ আহত হয়েছেন ১৫ জন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সোয়া ৪টায় দৈনিকবাংলা মোড়ে এ ঘটনা ঘটে। পল্টন থানার এসআই মোমিন হোসেন এতথ্য জানিয়েছেন।
হামলায় আহত সিকিউরিটি গার্ড শাহিনুরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এইচ আর হেড আমির হোসেনকে ভর্তি করা হয়েছে স্কয়ার হাসপাতালে।
গত আট কর্মদিবস ধরে আন্দোলনকারীদের অবরোধের মুখে কার্যত অচল হয়ে আছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়। আন্দোলনকারীরা ব্যাংকের তিন জন ডিএমডিকে অবরুদ্ধ করে রেখেছিল। পরে পুলিশ তাদের উদ্ধার করে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, আল-আরাফাহ টাওয়ারে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা বলে ব্যাংকের গুরুত্বপূর্ণ কিছু কাজ করার জন্য পার্শ্ববর্তী সুরমা টাওয়ারে বসার ব্যবস্থা করা হয়। বিকেল ৪টায় ব্যাংকের তিনজন ডিএমডি ও এইচ আর হেড আমির হোসেনসহ কয়েকজন সুরমা টাওয়ার থেকে নেমে গাড়িতে উঠছিলেন। এ সময় আন্দোলনকারীরা ছুটে এসে তাদের গাড়ি ঘিরে ধরেন এবং এইচআর হেড আমির হোসেনকে বেধড়ক মারধর করেন। তাদের উদ্ধার করতে ব্যাংকের সিকিউরিটি গার্ডরা ছুটে এলে তাদেরকেও পিটিয়ে যখম করা হয়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্কয়ার হাসপাতাল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- এইচআর হেড আমির হোসেন, সিকিউরিটি গার্ড শাহিনুর, লিটন, ইলিয়াস, ফাহিম, রকি হোসেন, তোফায়েল, নুর আলম, আরিফ, জাকির হোসেন, সাগর, লুৎফর, ফারুক ও সোহেল।
এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আন্দোলনের নামে বলপ্রয়োগ করে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অভিযোগ উঠেছে।
এসব ঘটনায় ব্যাংকের কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
কিউটিভি/রাখি/ ০৭.০৮.২০২৫/রাত ১১.৫০