তথ্যপ্রযুক্তি ডেস্ক : সিএনবিসির সাম্প্রতিক রিপোর্ট ও গুগলের অফিসিয়াল ব্লগে জানানো হয়েছে, বন্ধ করে দেয়া চ্যানেলের মধ্যে চীনেরই ৭ হাজার ৭০০টি এবং রাশিয়ার মদদপুষ্ট ২ হাজার ২০০টি। বিশ্বের সব ইউটিউব চ্যানেলের ওপর নজরদারি চালায় গুগলের ‘থ্রেট অ্যানালাইসিস গ্রুপ’। এর আগে কেবল মে মাসেই গুগল ২০টি ইউটিউব, ৪টি বিজ্ঞাপনী অ্যাকাউন্ট ও ১টি ব্লগ বন্ধ করে দিয়েছিল।
প্রতিবেদনে জানা যায়, চ্যানেলগুলো মূলত চীনা ও ইংরেজি ভাষায় শি জিনপিংয়ের প্রশস্তি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নিন্দা করত। অন্যদিকে রাশিয়ার চ্যানেলগুলোর কাজ ছিল ইউক্রেন, ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর সমালোচনায় রাশিয়ার হয়ে সাফাই দেয়া। পাশাপাশি মস্কো প্রশাসনের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলোর হয়েও কথা বলত এসব চ্যানেল।
কিউটিভি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫