মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে রোগী দেখতে যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একই পরিবারের ৭ জন সহ মোট ৮ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সড়ক দূর্ঘটনার পর উপজেলার আদাবড়ীয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে নিহতের বাড়িতে গেলে পরিবারের লোকজন এ তথ্য জানান। এঘটনায় ওই এলাকায় এখন শোকের মাতন চলছে।
নিহতরা হলেন, ওই এলাকার জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৬৫), জাহিদুলের স্ত্রী শেলী বেগম (৬০), ছোট বোন ইতি খাতুন (৬০), চাচাতো বোন আনোয়ার খাতুন (৬০), চাচাতো ভাবী আনুয়ারা (আনু) (৭৬) এবং শাশুড়ী আনজুমান খাতুন (৭৫), সালিকা শিমা খাতুন (৩৫) পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে তাদের বাড়ী ও গাড়ির ড্রাইভার ধর্মদহ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শাহাবুদ্দি (৪২) ।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় জাহিদুলের ছেলের বিয়ে হয়েছে। শারীরিক অসুস্থ হওয়ায় ছেলে বউ এর ছোট্ট একটি অপারেশন হওয়ায় হাসপাতালে ভর্তি আছেন, ছেলে বৌকে দেখতে জাহিদুল ইসলাম পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সকাল ৮ টার দিকে বাড়ী থেকে রওনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে নাটোর বড়াই গ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এ সময় ঘটনাস্থলেই ৬ জন মারা যান।
শিমা খাতুন ও ড্রাইভার শাহাবুদ্দিনকে আহত অবস্থায় প্রথমে নাটোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা রাজশাহী মেডিকেলে রের্ফাড করেন। পরে রাজশাহী পৌঁছালে সেখানে তারা মারা যান। এঘটনায় ওই এলাকায় শোকের মাতন চলছে। জাহিদুল ইসলামের চাচাতো ভাই মানজারুল ইসলাম খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, এক্সিডেন্টের খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়েছে, আমরা তাদের আশার অপেক্ষায় আছি।
বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি ইসমাইল হোসেন বলেন, একটি মাইক্রোবাস নাটোর থেকে ঢাকার দিকে যাওয়ার পথে তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে স্পটেই একই পরিবারের ৬ জন মারা যান, আহত অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে সেখানে ২ জন মারা যান। এঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামালা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান শেখ সড়ক দুর্ঘটনার বিষটি নিশ্চিত করে বলেন, নাটোর বড়াই গ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় দৌলতপুর উপজেলার একই পরিবারের ৭ জন সহ মোট ৮ জন নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ দেখবেন। তবে আইনশৃঙ্খলা রক্ষায় নিহতের বাড়ীতে পুলিশের একটি টিম পাঠিয়েছি।
কিউটিভি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত ৯:১২