ডেস্ক নিউজ : ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আফম খালিদ হোসেন বলেছেন, শিক্ষা, নৈতিকতা ও ইসলামের আলো একসঙ্গে থাকলেই একটি আদর্শ সমাজ গড়ে ওঠে।
অধ্যাপক ড. আফম খালিদ হোসেন বলেন, শুধু বইয়ের জ্ঞান নয়, একজন শিক্ষার্থীকে হতে হবে নৈতিক, মানবিক ও দায়িত্বশীল। ইসলামী শিক্ষার মাধ্যমে সেই গুণগুলো অর্জন সম্ভব। মাদ্রাসাগুলো জাতি গঠনে ভূমিকা রাখছে। এখান থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের আদর্শ নাগরিক ও নেতৃত্ব।
ধর্ম উপদেষ্টার আগমন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কিউটিভি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪