মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানান কর্মসূচির মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল— আনন্দ র্যালি, বিএনপির ৪৭ বছরের সংগ্রাম ও অর্জন নিয়ে আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
এ উপলক্ষে সকাল ১১টায় এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ আশরাফ জুয়েল ও মোসলেম উদ্দিন দুলাল মোল্লা।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ , যুগ্ম আহ্বায়ক এফতেখারুল ইসলাম শ্যামা, সাখাওয়াত হোসেন তৌহিদ, সিনিয়র সদস্য কাজী নিজাম, উপজেলা যুবদল আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, কৃষকদল আহ্বায়ক সুরুজ্জামান ও স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবু হাসান সোহেল মনা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।
দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ উপজেলার ১০ ইউনিয়ন থেকে আসা দশ সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০০