লাইফস্টাইল ডেস্ক : জাদুকরী ত্বক উজ্জ্বল করার ফেসপ্যাক তৈরি করতে হলে চারটি উপাদান প্রয়োজন। এগুলো হলো কমালার খোসা, কাঁচা হলুদ, মুলতানি মাটি ও লেবুর রস।
এগুলো ত্বকে কীভাবে কাজ করে জানেন?
কমলার খোসা। ছবি: সংগৃহীত
কমলার খোসাতে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। এসব উপাদান ত্বকে ব্রণ, একনি, কালো দাগের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা রাখে।
কাঁচা হলুদ। ছবি: সংগৃহীত
কাঁচা হলুদে প্রচুর পরিমাণ ভিটামিন বি-৬, পটাশিয়াম, ফাইবার, ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি রয়েছে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও বয়সের ছাপ রুখে দিতে দারুণ কাজ করে এটি।
মুলতানি মাটি। ছবি: সংগৃহীত
রূপ বিশেষজ্ঞরা বলছেন, মুলতানি মাটিতে রয়েছে সিলিকন, আয়রন, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম সিলিকেট যা ত্বকের ক্ষতিকর সমস্যা দূর করে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বাড়ায়।
লেবুর রস। ছবি: সংগৃহীত
ত্বক উজ্জ্বল করতে লেবুর রসের কথা নতুন করে বলার কিছু নেই। অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি তে ভরপুর এটি শুধু ত্বক উজ্জ্বলই করে না, ত্বকের স্বাস্থ্যেরও উন্নতি করে।
ত্বক উজ্জ্বল করার জাদুকরী ফেসপ্যাক। ছবি: সংগৃহীত
ফেসপ্যাক তৈরি
প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে ফেসপ্যাক তৈরি করতে প্রয়োজন হবে ১ টি কমলার খোসা, ছোট এক টুকরো কাঁচা হলুদ, ১ চামচ মুলতানি মাটির গুড়া, ১ চামচ লেবুর রস।
যেভাবে তৈরি করবেন: প্রথমে শিল পাটায় কমলার খোসা ও কাঁচা হলুদের পেস্ট তৈরি করুন। এবার একটি পাত্রে পেস্টের সঙ্গে মিশিয়ে নিন মুলতানি মাটির গুড়া ও লেবুর রস। ভালো করে মিশিয়ে ২ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিন।
যেভাবে ব্যবহার করবেন: প্রথমে পরিষ্কার ত্বকে পেস্ট নিয়ে আলতোভাবে মালিশ করুন। ১ মিনিট মালিশের পর ভারি প্রলেপ দিন। প্রলেপ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ভেজানো তুলা দিয়ে শুকনো পেস্ট ত্বক থেকে উঠিয়ে নিন। মুখে পানির ঝাপটা দিন। এবার ভালো কোনো ময়েশ্চারাইজার ত্বকে ব্যবহার করুন।
ভালো ফলাফল পেতে রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন। এ ফেসপ্যাক নিয়মিত ত্বকে ব্যবহার করলে ত্বক দ্রুত উজ্জ্বল হয়। পাশাপাশি ত্বকের নানা সমস্যারও সমাধান পাওয়া যায়।