সোমবার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিলটি পলাশবাড়ী ও নবীনগর এলাকা প্রদক্ষিণ করে যথাস্থানে এসে সমাবেত হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায় মো: সাজ্জাদ হোসেন আদরের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন, ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম- আহবায়ক হামিদুর রহমান সাদ্দাম সহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে ছাত্রদল নেতা আদর বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, তার আলোকে বাংলাদেশ বিনির্মাণ হবে। সেই বাংলাদেশের বিভিন্ন পথে বাঁধা সৃষ্টি করার জন্য তার উপর ঈর্ষান্বিত হয়ে কিছু কতিপয় মহল বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে। তাঁর নামে বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। তারেক জিয়ার নামে কোন অপবাদ বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল নেতা ও কর্মীদের গায়ে রক্ত থাকতে মেনে নিবে না।
কিউটিভি/আয়শা//১৪ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০৪