আন্তর্জাতিক ডেস্ক : আল জাজিরার এক প্রতিবেদন মতে, বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসে হেগ শহরে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেন জেলেনস্কি। সেখানে ইউক্রেন আক্রমণের কারণে পুতিনসহ রুশ কর্মকর্তাদের বিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য কাউন্সিল অফ ইউরোপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন তিনি।
কাউন্সিল অফ ইউরোপের সেক্রেটারি-জেনারেল অ্যালাইন বেরসেটের সাথে চুক্তি স্বাক্ষরের পর জেলেনস্কি বলেন, ‘আমাদের স্পষ্টভাবে দেখাতে হবে যে, আগ্রাসন চালালে শাস্তি পেতে হয় এবং আমাদের অবশ্যই সেটা একসাথে নিশ্চিত করতে হবে, সমগ্র ইউরোপকে এগিয়ে আসতে হবে।’
‘পুতিনসহ প্রতিটি রুশ যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করার জন্য দৃঢ় রাজনৈতিক ও আইনি সাহসের প্রয়োজন হবে,’ যোগ করেন জেলেনস্কি। পুতিনের বিরুদ্ধে এরই মধ্যে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে ইউক্রেন-রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। দোনেৎস্ক ও দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৯ জন নিহত হয়েছেন। আহত তিনশ’র বেশি। অন্যদিকে রুশ সীমান্তবর্তী ভোরোনেজে ড্রোন হামলা চালয়েছে ইউক্রেন।
গত মঙ্গলবার (২৪ জুন) বিভিন্ন গণমাধ্যম জানায়, দিনিপ্রো শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বহু ইউক্রেনীয় হতাহত হয়েছেন। পাশের শহর সামারায়ও ঘটেছে প্রাণহানি। ধ্বংস হয়েছে শিশু হাসপাতাল, দোকানপাট ও একাধিক সরকারি ভবন। দোনেৎস্ক অঞ্চলের দেলিভকা গ্রাম রুশ বাহিনী দখলে নিয়েছে বলে দাবি করেছে মস্কো।
রাশিয়াও রাতভর জেলেনস্কি বাহিনীর ড্রোন হামলার মুখে পড়ে। সীমান্তবর্তী ভোরোনেজ অঞ্চলে ৪০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। রোস্তভ অঞ্চলেও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় খেলার কমপ্লেক্স ও একটি খাদ্য গুদাম। যদিও রাশিয়া বলছে, ইউক্রেনের বেশিরভাগ ড্রোন তারা ভূপাতিত করেছে। হামলায় ঘটেনি কোনো প্রাণহানি।
এমন পরিস্থিতিতে ইউক্রেনকে ৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের ৩৫০টি উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে পাওয়া সুদ ব্যবহার করে এই অর্থ যোগান দেয়া হচ্ছে বলে জানিয়েছে ব্রিটেন। নেদারল্যান্ডসও ইউক্রেনকে ২০৩ মিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ দিচ্ছে যার মধ্যে আছে ড্রোন শনাক্তকরণ অত্যাধুনিক রাডার।
রাশিয়া-ইউক্রেন যখন পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে তখন নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। পরে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ’ আলোচনা হয়েছে, যেখানে যুদ্ধবিরতি ও ইউক্রেনীয় জনগণের সুরক্ষা নিয়ে কথাবার্তা হয়েছে।
কিউটিভি/আয়শা//২৬ জুন ২০২৫, /দুপুর ১২:৫৪