আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হরমুজ প্রণালি বন্ধ করার আলোচনার প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের দাম কমিয়ে রাখার আহ্বান জানিয়েছেন।
তবে ট্রাম্প তার এ আহ্বানে কাকে উদ্দেশ্য করেছেন, তা স্পষ্ট করেননি। পরবর্তী এক পোস্টে তিনি মার্কিন জ্বালানি বিভাগকে ‘ড্রিল, বেবি, ড্রিল!!! এবং আমি এখনই বলছি!!!’ বলে নির্দেশ দেন।
হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ শিপিং রুট যা তেল সমৃদ্ধ উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করে। বিশ্বের প্রায় ২০% তেল সরবরাহ প্রতিদিন এ পথ দিয়েই প্রবাহিত হয়। ইরানের এমন হুমকির পর বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
কিউটিভি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৯:৪৪