স্বাস্থ্য ডেস্ক : খাবার খেতে বসলে মুখে এলাচ চলে আসলে মুখের স্বাদটাই মাটি হয়ে যায় অনেকের। মনে মনে ভাবতে থাকেন, এলাচ খাবারে না দিলেই কী হয়? কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এলাচ এমন একটি মসলা, যা নানান অসুখ দূর করতে সাহায্য করে।
কিউটিভি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ১০:০২